আমরা যারা ওয়ার্ডপ্রেস স্ট্যাক থেকে আসি তারা বেশিরভাগ বেসিক পিএইচপি শিখে ওয়ার্ডপ্রেস শুরু শেখা শুরু করে দেই। এরপর আমরা যদি কোন পিএইচপি ভিত্তিক ফ্রেমওয়ার্ক শিখতে চাই তখনি ঘটে বিপত্তি কারণ সব পিএইচপি ফ্রেমওয়ার্ক ই হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড । আর আমরা হচ্ছি raw/procedural স্ট্যাকের, তাই যখন ফ্রেমওয়ার্ক শুরু করি তার কিছুই বুঝা যায় না, বেশিরভাগ আমরা মুখস্ত করে ফেলি।
এক্ষত্রে আমরা কোন ফ্রেমওয়ার্ক শুরু করার আগে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্বন্ধে একটু ধারনা নিয়ে আসতে পারি তাহলে আমাদের শেখাটা অনেক সহজ হয়ে যায় ।
আজকে আমি আপনাদের সাথে শেয়ার পিএইচপি ফ্রি অবজেক্ট পিএইচপি ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ফ্রি রিসোর্স গুলো যেখান থেকে আপনি ফ্রি তে পিএইচপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখতে পারেন।
বাংলা রিসোর্স
TechMastersLive এর পিএইচপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং প্লেলিস্ট দিয়ে শুরু করতে পারেন এখনে OOP ফাউন্ডেশন থেকে এডভান্সড আলোচণা করা হয়েছে
Link: https://www.youtube.com/playlist?list=PL7ZoklD_EBTSXHgKaqLvVGUXdy4J4T3oD
ইংরেজি রিসোর্স
mmtuts
Link: https://www.youtube.com/playlist?list=PL0eyrZgxdwhypQiZnYXM7z7-OTkcMgGPh
ফ্রি কোডক্যাম্প
Link: https://www.youtube.com/watch?v=OK_JCtrrv-c
সাথে SQL কোয়েরি শিখতে পারেন ফ্রিকোডক্যাম্পের এই ভিডিও টা দেখে
Link: https://www.youtube.com/watch?v=HXV3zeQKqGY&t
শুধু ভিডিও দেখলেই হবে না, প্রচুর প্র্যাকটিস করতে হবে। আবার আজকেই সব ভিডিও দেখে শিখে ফেলব এমনটা করলেও পারবেন না। ধৈর্য ধরে আস্তে আস্তে শিখতে থাকেন।
বি: দ্র: কারোর কোন প্লেলিস্ট দেখা/জানা থাকলে লিংক কমেন্ট করেন, আমি পোস্টে এড করে দিবো;
হ্যাপি কোডিং;